কারখানায় আগুনে নিহতদের মরদেহ শনাক্তে সময় লাগবে ১ মাস

|

৪৯টি মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে নেয়া হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় লাগা আগুনে নিহতদের ডিএনএ টেস্ট করে পরিচয় শনাক্ত করতে প্রায় এক মাস সময় লেগে যাবে বলে জানা গেছে। ওই আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক সিআইডি কর্মকর্তা জানান, নিহতদের মরদেহে শনাক্ত করতে ২১ থেকে ৩০ দিন লাগবে। ক্ষেত্র বিশেষে এর চেয়েও বেশি সময় লাগতে পারে।

এদিকে কারখানায় আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুসের ফ্যাক্টরিতে আগুনের ওই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট দীর্ঘ প্রায় ২০ ঘণ্টার চেষ্টায় শুক্রবার দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এখন পর্যন্ত এ ঘটনায় ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply