নওগাঁ সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ নজরদারি শুরু

|

নওগাঁ সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ নজরদারি

কোরবানি ঈদ সামনে রেখে নওগাঁ সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি শুরু করেছে পুলিশ। শুক্রবার (৯ জুলাই) বিকেলে পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় নওগাঁ জেলার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। ওই সময় সেখানে বিজিবির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মতবিনিময়ের সময় পুলিশ সুপার বলেন, সীমান্ত হত্যা, চোরাচালান রোধ ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ, বিজিবি, জেলা প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করছে।

পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া আরও বলেন, সীমান্ত এলাকায় সচেতনতা মূলক ক্যাম্পেইন করা হচ্ছে। সীমান্ত এলাকার কোন মানুষ যাতে অবৈধ কাজে জড়িয়ে না পরে সেই বিষয়গুলো ক্যাম্পেইনে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকা জুড়ে সচেতনতা মূলক মাইকিং করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply