নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডে কিশোরগঞ্জের ১৪ শ্রমিক নিখোঁজ বলে পরিবারের দাবি

|

নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কিশোরগঞ্জের নিখোঁজ শ্রমিকদের স্বজনের আহাজারি।

নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কিশোরগঞ্জের ১৪ শ্রমিক নিখোঁজ বলে দাবি করেছে তাদের পরিবার।

এদের মধ্যে করিমগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের একই পরিবারের ৬ জন রয়েছেন। এছাড়া কটিয়াদী উপজেলার গৌরীপুর গ্রামের ৭ জন এবং সদর উপজেলার দক্ষিণ কালিয়াকান্দি গ্রামের একজন নিখোঁজ রয়েছেন। এসব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এছাড়া, ফ্যাক্টরির তিনতলা থেকে ঝাঁপিয়ে পড়ে আহত শিমুলতলা গ্রামের শ্রমিক আছমা বাড়িতে ফিরে এসেছে। ডিএনএ টেস্টের জন্য নিখোঁজদের স্বজনদের ঢাকায় তলব করেছে প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply