মেজাজ হারিয়ে শাস্তির মুখে তাসকিন ও মুজারাবানি

|

মাঠে মেজাজ হারানোর শাস্তি পাচ্ছেন তাসকিন ও মুজারাবানি। ছবি:সংগৃহীত

হারারে টেস্টে মেজাজ হারিয়ে শাস্তির মুখে তাসকিন আহমেদ ও ব্লেসিং মুজারাবানি। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার সাথে দু’জনের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

টেস্টের দ্বিতীয় দিনে মুজারাবানিকে অফ ড্রাইভে বাউন্ডারি হাঁকান তাসকিন। পরের বলে মুজারাবানির শর্ট বল ছেড়ে দিয়ে হাত আর শরীর বাঁকিয়ে খানিকটা ডান্স মুভ করেন তাসকিন। সেটি দেখেই তেড়ে যান মুজরাবানি। খানিক বাক-বিতণ্ডায় জড়ান দু’জন।

দ্বিতীয় দিন শেষে মাঠে আইসিসি আচরণবিধির লেভেল ১ ভঙ্গের অভিযোগ আনেন দু’জনের বিরুদ্ধে। দু’জনই দায় স্বীকার করেন। এ ঘটনায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি ১টি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তাসকিন ও মুজারাবানির নামের পাশে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply