করোনা ও উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচজেলায় ৬৯ জনের প্রাণহানি

|

করোনা ও উপসর্গে কইয়েক জেলায় ১১৪ জনের মৃত্যু। ছবি: সংগৃহীত।

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে কুষ্টিয়া, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও খুলনায় মোট ৬৯ জন মারা গেছে।

কুষ্টিয়া সদর হাসপাতালে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজেটিভ ছিল ১৫ জন। বাকি তিন রোগী মারা গেছে করোনা উপসর্গ নিয়ে। তারা সবাই সদর হাসপাতালেরই করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ১৪ জন। এদের মধ্যে ৬ জন ছিল করোনা পজেটিভ ও বাকিদের করোনা উপসর্গ ছিল।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ গেছে ১৪ রোগীর। এদের মধ্যে ৬ জন ছিল পজেটিভ ও বাকিরা ভর্তি ছিল উপসর্গ নিয়ে।

বরিশালে করোনা ও উপসর্গে মারা গেছে ১৩ জন। খুলনায় ১০ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

প্রাণহানির সাথে করোনা আক্রান্ত রোগীর চাপ পাল্লা দিয়ে বাড়ছে জেলার বিভিন্ন হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষগুলোর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply