ভূমধ্যসাগর থেকে ৫৭২ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার

|

ভূমধ্যসাগর থেকে ৫৭২ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার।

ভূমধ্যসাগর থেকে ৫৭২ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করলো ইউরোপীয় স্বেচ্ছাসেবী সংগঠন- SOS মেডি-টার-নিয়ান।

শুক্রবার তাদের সিসিলি বন্দরে নামার অনুমতি দেয়া হয়। ‘দি ওশান ভাইকিং’ নামের জাহাজটিতে থাকা অভিবাসনপ্রার্থীদের মধ্যে ১৮০ জনই শিশু বা অপ্রাপ্তবয়স্ক। লিবিয়া ও মাল্টার সমুদ্র উপকূলে ছয়টি পৃথক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়। তাদের সবাই উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিক।

ইউরোপীয় ইউনিয়নের কাছে বারবারই আশ্রয় প্রার্থনা করেছেন উদ্ধারকর্মী এনজিওটি। কিন্তু মহামারি পরিস্থিতিতে কোনো দেশই নোঙ্গর ফেলতে দিতে নারাজ।

স্বেচ্ছাসেবীরা আশ্বস্ত করেছেন, সিসিলিতে নেমেই সবার করোনার নমুনা পরীক্ষা করানো হবে। চলতি বছর ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছেন ২৩ হাজারের মতো অভিবাসনপ্রার্থী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply