ইতালির কাছে টাইব্রেকারে ইংল্যান্ডের হারের মধ্য দিয়ে পর্দা নামলো ইউরো ২০২০ এর। হোমে না গিয়ে কাপ বেছে নিয়েছে রোমকে। টুর্নামেন্টের শুরু থেকে ফাইনালের শাসরুদ্ধকর টাইব্রেকার পর্যন্ত দারুণ গোলকিপিংয়ে এবারের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতে নিয়েছেন ইতালির গোলকিপার জিয়ানলুইগি ডোনারুম্মা। আর চার ম্যাচে পাঁচটি ব্যক্তিগত গোল নিয়ে গোল্ডেন বুট পেয়েছেন পর্তুগিজ সুপাস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
এক ম্যাচ বেশি খেলে রোনালদোর সমান পাঁচ গোল নিয়ে সিলভার বুট জিতেছেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিক। আর চার ম্যাচে চার গোল করে ব্রোঞ্জ বুট জিতেছেন ফ্রান্সের করিম বেনজেমা।
এবারের ইউরোর সেরা পাঁচ প্লে মেকারের তালিকায় জায়গা পেয়েছেন সুইজারল্যান্ডের স্টিভেন জুবার, স্পেনের দানি ওলমো, ইংল্যান্ডের লুক শ, ডেনমার্কের পিয়েরে-এমিল হজবজার্গ এবং নেদারল্যান্ডসের মেমফিস ডিপে।
ইউরো ২০২০ এর সেরা পাঁচ গোলকিপারের তালিকায় আছেন, ইতালির জিয়ানলুইগি ডোনারুম্মা, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড, বেলজিয়ামের থিবো কোর্তোয়া, চেক প্রজাতন্ত্রের থমাস ভেক্লিক এবং সুইডেনের রবিন অলসেন।
Leave a reply