শিরোপা হাতছাড়া হওয়ায় ইংলিশ সমর্থকদের বেদম মারপিটের শিকার হয়েছেন ইতালিয়ান সমর্থকরা। ম্যাচ শেষে ওয়েম্বলি স্টেডিয়ামের বাইরে ঘটে এই অনাকাঙ্খিত ঘটনা। মাঠের লড়াইয়ে পেরে উঠেননি হ্যারি কেইন-রাহিম স্টার্লিংরা। তাইতো মাঠের বাইরে এমন আগ্রাসী রূপ ইংলিশ সমর্থকদের। ট্রফি হারানোর আক্রোশ মিটিয়েছে ইতালি সমর্থকদের পিটিয়ে।
তবে ইংল্যান্ডের মাটিতে শিরোপা জয় ইতালিয়ানদের আনন্দ বাড়িয়েছে বহুগুণ। হোম নয়, ট্রফি গেছে রোমে। উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজধানী রোম। বিপরীতে ট্রফি হাতাছাড়া হওয়ায় হতাশ ইংলিশ সমর্থকদের।
উৎসবে এতটুকুও ভাটা পড়েনি ইতালিয়ানদের। ট্রফি জয়ের আনন্দে তারা ওয়েম্বলি মাতিয়েছে আনন্দ উচ্ছ্বাসে। ইংল্যান্ডের মাটিতে ট্রফি জয়কে তারা বলছেন অসাধারণ এক অনুভূতি। নতুন ইতালি দল উপহার দেওয়ায় তারা ধন্যবাদ জানিয়েছেন মানচিনিকে। ওয়েম্বলির এই উচ্ছাসের ঢেউ ছড়িয়ে পড়ে রোমেও। আতশবাজি, আর নাচে-গানে রাত পার করছেন আজ্জুরি সমর্থকরা।
তবে বিপরীত চিত্র ইংল্যান্ডে। এতো কাছে গিয়েও শিরোপা জিততে না পারার আক্ষেপ সঙ্গী হয়েছে বৃটিশ সমর্থকদের। ৫৫ বছর পর ট্রফি ঘরে ফিরবে এমন আশায় কত পাগলামিই না করেছেন ইংলিশ সমর্থকরা। কাঙ্খিত টিকিট না পেয়ে পেরিয়েছেন ওয়েম্বলির দেয়াল।
Leave a reply