সড়কে যানবাহন ও মানুষের চাপ আরও বেড়েছে

|

আজ থেকে আবার শুরু হলো কঠোর লকডাউন। ফাইল ছবি

কঠোর বিধিনিষেধের ১২তম দিনে এসে রাজধানীর সড়কগুলোতে আরও বেড়েছে যানবাহন ও মানুষের চাপ। লকডাউন ও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নগরবাসীর মধ্যে ঢিলেঢালাভাবও রয়েছে।

লকডাউন কার্যকরে রাজধানীর চেকপোস্টগুলোতে পুলিশের কঠোর অবস্থান সত্ত্বেও প্রতিনিয়ত পাল্লা দিয়ে সড়কে যানবাহনের চাপ বাড়ছে। তবে মূল সড়কে কিছুটা কড়াকড়ি থাকলেও অলিগলি বা বাজার এলাকায় এখনও অসচেতন মানুষের আনাগোনাই বেশি।

পুলিশের অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই জরুরি প্রয়োজনের কথা বলে মিথ্যার আশ্রয় নিচ্ছে মানুষ। ছোট-খাটো প্রয়োজনেই বেশিরভাগ মানুষ বাসার বাইরে বের হচ্ছেন বলে জানান তারা।

তারপরও শহরের বিশেষ বিশেষ মোড়ে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সন্তোষজনক উত্তর না পেলে ফেরত পাঠানো হচ্ছে অথবা অর্থ দণ্ড দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply