হজ পালনে ব্যয় বাড়ছে গড়ে ১৪ হাজার টাকা

|

খরচ বাড়ছে হজ পালনে। এবার সরকারি ব্যবস্থাপনায় সর্বোচ্চ খরচ লাগবে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা; আর সর্বনিম্ন ব্যয় পড়বে ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৮’ এবং ‘হজ প্যাকেজ-২০১৮’ এর অনুমোদন দেয়া হয়। এবারে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন যেতে পারবেন হজে। আর বেসরকারি ব্যবস্থাপনায় সেই সংখ্যা ১ লাখ ২০ হাজার। মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত হয় হজ নীতি আর প্যাকেজ।

হজ প্যাকেজে খরচ বাড়ছে এবার। সরকারি ব্যবস্থাপনায় গতবারের থেকে প্যাকেজ-১ এ ১৬ হাজার ৪২১ টাকা এবং প্যাকেজ- দুই-এ ১২ হাজার চার টাকা খরচ বাড়ছে। এছাড়াও, পরিবর্তন এসেছে হজ ও ওমরাহ নীতিতে। এবছর প্রাক নিবন্ধন করতে হবে অনলাইনে, লাগছে না পুলিশ ভেরিফিকেশন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply