বিমান থেকে ছাড়া হলো হাজার হাজার মাছের পোনা। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে হয় এ ঘটনা। মঙ্গলবার ছোট একটি বিমান থেকে অঞ্চলটির প্রত্যন্ত একটি লেকে ছাড়া হয় এসব পোনা।
মাছের পোনা ছাড়ার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ইউটার প্রাণী সংরক্ষণ বিভাগ বলছে, দুর্গম এলাকা হওয়ায় লেকটির কাছে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। তাই নেয়া হচ্ছে বিমানের সহায়তা।
এদিন লেকটিতে অবমুক্ত করা হয় ৩৫ হাজার মাছের পোনা। যুক্তরাষ্ট্রের দুর্গম এলাকা গুলোয় ১৯৫০ সাল থেকেই মাছ চাষ করা হচ্ছে। এ ধরণের দুই শতাধিক লেক রয়েছে এসব এলাকায়।
এনএনআর/
Leave a reply