এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীতে অভিযান

|

পুরান ঢাকার কাজী আলাউদ্দিন সড়কে অভিযান চালায় দক্ষিণ সিটি করপোরেশন

এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীতে অভিযান চালাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর ফুলবাড়িয়ার কাজী আলাউদ্দিন সড়কে অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন।

এসময়, আজহার মার্কেটে অভিযান চালিয়ে ভবনের বিভিন্ন জায়গায় এডিসের লার্ভা দেখতে পায় তারা। জরিমানা করা হয় ৫০ হাজার টাকা।এর আগেরও মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল বলে জানায় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। অভিযানে যেসব স্থানে লার্ভা পাওয়া যাচ্ছে সেখানে ওষুধ ছিটিয়ে দেয়া হচ্ছে। এডিস মশা নিয়ন্ত্রণে এই অভিযান চলমান থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আলী হায়দার, বাড়ির বাহিরে থেকে স্বচ্ছ দেখা যাচ্ছে। কিন্তু বেইসমেন্ট ও যেখানে যেখানে পানি জমে আছে সেখানে লার্ভা তৈরি হয়ে আছে। এছাড়া যেহেতু করোনাকালীন সময়ের কারণে মার্কেট বন্ধ তাই তেমন পানি প্রবাহ নাই। সেজন্য পানি জমা হয়ে আছে। যা লার্ভা তৈরি হওয়ার জন্য উপযুক্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply