দেশে করোনায় আরও ২২০ জনের প্রাণহানি, শনাক্ত ছাড়ালো সব রেকর্ড

|

ছবি: প্রতীকী

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২২০ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৬ হাজার ৬৩৯ জনের। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩১.২৪ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৬৭টি।

সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৩ হাজার ৭৬৮ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ২২০ জনের মধ্যে পুরুষ ১৪২ জন আর ৭৮ জন নারী। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ ৬৪ জন মারা গেছেন। এছাড়া খুলনায় ৫৫ জন, চট্টগ্রামে ৩৭ জন, রাজশাহীতে ২৩ জন, রংপুর ১৮ জন, ময়মনসিংহে ১৩ জন, সিলেটে ৬ জন ও বরিশালে মারা গেছেন ৪ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply