আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মেসির সাথে বার্সেলোনায় খেলা এই তারকা ফুটবলার কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পরও মেসিকে জড়িয়েছেন আলিঙ্গনে। আর মেসিকেও দেখা গেছে তাদের উদযাপনের মাঝখানেই বন্ধু নেইমারের সাথে গল্প আড্ডায় মেতে উঠতে।
কোপা আমেরিকা মিশন রানার্সআপ হয়ে শেষ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার বলেন, পরাজয় সবসময়ই কষ্টের। এই কষ্টে আমিও পুড়ছি। পরাজয়ে অভ্যস্তও নই আমি। তবু ফাইনালে হেরে যাবার পর আমি সেই খেলোয়াড়কেই আলিঙ্গন করতে গিয়েছি, যে আমার দেখা ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ খেলোয়াড়।
নেইমার আরও বলেন, মেসি আমার বন্ধু ও ভাই। ফাইনাল হারের কষ্টের মাঝেও তার কাছেই গিয়েছি আমি। মানুষ হিসেবে সে অসাধারণ। ফুটবলে তার যে অবদান সেটা তো বটেই, আমার জন্যেও সে যা করেছে তাতে মেসিকে শ্রদ্ধা না করে থাকা আমার পক্ষে কখনোই সম্ভব না। পরাজয়কে আমি ঘৃণা করি। কিন্তু এই সময়টা মেসি ও আর্জেন্টিনার। এ সময়টা তাদের উদযাপনের।
Leave a reply