করোনা মহামারিতে ৩৬ দেশে দেখা দিতে পারে দুর্ভিক্ষ: ডব্লিউএফপি

|

করোনা মহামারিতে ৩৬ দেশে দেখা দিতে পারে দুর্ভিক্ষ: ডব্লিউএফপি

ছবি: সংগৃহীত

করোনার কারণে বিশ্বজুড়ে দেখা দিচ্ছে খাদ্য সংকট। কোভিড-১৯ এর কারণে বিশ্বের ৩৬টি দেশে দেখা দিতে পারে দুর্ভিক্ষ। এমন শঙ্কা বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপির। সংস্থাটি বলছে, বিশ্বজুড়ে অর্থনৈতিক সব কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। ফলে চলতি বছর ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হতে পারে।

সোমালিয়ার একটি স্কুল প্রাঙ্গণে ত্রাণের অপেক্ষায় শত শত মানুষ। একমুঠো খাবারের আশায় জড়ো হয়েছেন তারা। পরিস্থিতি এতটাই ভয়াবহ আফ্রিকার দেশগুলোতে।

বিশ্ব খাদ্য সংস্থা বলছে, করোনা সংকটের আগেই বিশ্বজুড়ে প্রায় ১৩ কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছিল। মহামারিতে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে যাওয়ায় এই সংখ্যা দ্বিগুণ বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। উৎপাদন বন্ধ, পর্যটন খাতে ধস, রাজস্ব হারানোসহ বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এফএও এর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টরেরো বলেন, দুর্ভিক্ষ বা খাদ্য সংকটের মূল কারণ হিসেবে সবসময়ই দেখা হয়েছে সংঘাত-সংঘর্ষকে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। করোনার কারণে বিশ্ব অর্থনীতি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার প্রভাব পড়েছে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে। ফলে গেল বছরের চেয়ে দ্বিগুণ মানুষ চলতি বছর দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন।

বিশ্বের ৮০টির বেশি দেশে অন্তত ১০ কোটি মানুষকে খাদ্যের জোগান দেয় ডব্লিউএফপি। নতুন করে যেসব মানুষ খাদ্য সংকটে পড়তে যাচ্ছে তাদের সহায়তার জন্য চলতি বছর ১০ থেকে ১২ বিলিয়ন ডলারের তহবিল প্রয়োজন। তবে করোনার কারণে অর্থনৈতিক সংকটের মুখে পড়া দেশগুলো অর্থায়ন করবে কিনা তা নিয়েও চিন্তায় পড়েছে সংস্থাটি।

ম্যাক্সিমো টরেরো আরও বলেন, আমাদের কাছে এই বিপুল সংখ্যা মানুষের খাদ্যের যোগান দেয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ বর্তমানে বিশ্বের ৩ বিলিয়ন মানুষ সুষম খাদ্যের সংকটে রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, শুধু লাতিন দেশগুলোতেই ৯ শতাংশের বেশি মানুষ পুষ্টিহীনতায় ভুগছে।

করোনার কারণে অনাহারে দিন কাটাচ্ছে ১০ দেশের কয়েক লাখ মানুষ। যারমধ্যে আফ্রিকার দেশই বেশি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply