দিল্লিতে শেষ কোভিশিল্ড, টিকাকেন্দ্র বন্ধ

|

পর্যাপ্ত টিকা না থাকায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছে দিল্লির টিকাকেন্দ্রগুলো।

শেষ হয়ে গেছে করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড। এ কারণে আজ মঙ্গলবার (১৩ জুলাই) বন্ধ থাকবে দিল্লির অধিকাংশ টিকাকেন্দ্র। গতকাল সোমবার (১২ জুলাই) তাই পর্যাপ্ত টিকা না থাকায় টিকা নিতে আসা অধিকাংশ মানুষই ফিরে গেছেন টিকা না নিয়ে। দিল্লিতে কোভিশিল্ড ফুরিয়ে যাবার কথা সংবাদ মাধ্যমকে জানান দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোড়িয়া।

টিকার অভাব নিয়ে মনিশ একটি টুইটে বলেন, দিল্লিতে আবারও টিকা ফুরিয়ে গেছে। বাকি টিকা যা আছে তাতে সর্বোচ্চ আর দুই বা এক দিন চলবে। পরবর্তী লটের টিকা না আসা পর্যন্ত টিকাদান আগামী বেশ কয়েকদিন বন্ধ থাকবে। শুরু হওয়ার এত দিন পরও কেন দেশের টিকাকরণ কর্মসূচিতে ঘাটতি হচ্ছে তা মিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

পর্যাপ্ত টিকা না থাকার বিষয়টি নিয়ে আগেও সরব হয়েছিল দিল্লি। কিন্তু তারপরও বেশ কিছুদিন টিকা দেয়া বন্ধ ছিল দিল্লিতে। দিল্লি ছাড়াও পুরো ভারতে গত কয়েক সপ্তাহে টিকাদানে ঘাটতি দেখা গেছে পর্যাপ্ত টিকা না থাকায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply