চলমান বিক্ষোভ-অরাজকতা মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে দক্ষিণ আফ্রিকার সরকার। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ডের জেরে সোমবার (৬ জুলাই) উত্তাল ছিল দেশটি।
চরম বিশৃঙ্খলা ও সহিংসতা দেখা দেয় দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল ও গাউটেং প্রদেশে। বিভিন্ন শহরে ব্যাপক তাণ্ডব চালায় দুষ্কৃতিকারীরা। দোকানপাট, সরকারি ভবনে ভাঙচুর-লুটপাট চালানো হয়। বিভিন্ন স্থানে রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। আটক করা হয় ২১৯ জনকে।
গত মাসে আদালত অবমাননার দায়ে ১৫ মাসের সাজা দেয়া হয় সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে। সম্প্রতি আত্মসমর্পণ করেন তিনি। এরপরই বিক্ষোভ শুরু করে তার সমর্থকরা।
কয়েকদিনের সহিংসতায় নিহত অন্তত ৬ জন। এ পরিস্থিতিতে খাদ্য ও মেডিকেল সরঞ্জামের স্বল্পতা দেখা দিতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামপোসা।
Leave a reply