সিলেটের জৈন্তাপুরে ওয়াজ-মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আগুন দেয়া হয়েছে বেশ কয়েকটি বাড়িতে।
পুলিশ জানায়, ওয়াহাবি মতাদর্শের লোকজনদের সাথে ও কওমী মাদ্রাসা’র লোকজনরা ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ায়। প্রথমে কথা কাটাকাটি, পরে দু’পক্ষের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই মারা যান একজন। নিহতের নাম মোজাম্মেল হক। তিনি স্থানীয় কওমী মাদ্রাসার কর্মী।
স্থানীয়রা জানান, ঘটনার পর পর মাইকিং করে কওমী মাদরাসার দুই মুরব্বী নিহত হয়েছেন, এমন প্রচারণা চালানো হয়। এতে ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে কওমী মাদরাসার শিক্ষার্থীরা ৩০ থেকে ৪০টি বাড়িতে হামলা চালায় বলে জানা গেছে।
ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ যায়। কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে না পারায় সকালে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি।
স্থানীয়রা জানান, ওয়াহাবি মতাদর্শের লোকজনের সাথে কওমী মাদরাসার লোকজনদের বৈরি সম্পর্ক দীর্ঘদিন ধরেই। এলাকায় ওয়াহাবিরা মাহফিল করতে চাইলে তাতে বরাবরই বাধা দিতেন কওমী মাদরাসার লোকজন। গত বছরও একটি মাহফিলের আয়োজন করলে কওমী মাদরাসার ছাত্ররা সড়ক অবরোধ করেছিল বলেও জানা গেছে।
Leave a reply