একেকটি ছাগলের ওজন দেড়শো কেজি। কেবল আকৃতিই নয়, এদের চালচলন-খাদ্যাভ্যাসও অন্যান্য ছাগল থেকে আলাদা। ঈদ-উল আজহাকে সামনে রেখে ভারতের ভোপালের বাজারে তোলা হয়েছে এমনই দুটি ছাগল। যাদের দাম উঠেছে পাঁচ লাখ রুপি পর্যন্ত।
বিশেষ প্রজাতির ছাগল দুটির নাম কাঞ্চা ভোপালি ও সরতাজ ভোপালি। মূলত রাজস্থানের হাদত অঞ্চলে পালন করা হয় এই প্রজাতির ছাগল।
বিপুলাকাকৃতির ছাগল দুটির খাবার-দাবারও রাজকীয়। প্রতিবেলার মেন্যুতে থাকে দুধ, দই, ঘি, মাখন আর বাদাম। মুম্বাইয়ের এক ক্রেতা ৫ লাখ রুপিতে কিনে নিয়েছে কাঞ্চাকে। আর সাড়ে ৪ লাখ দরে সরতাজকে কিনেছেন হায়েদ্রাবাদের ক্রেতা।
ছাগল দুটির মালিক সৈয়দ শাহাব আলি বলেন, এদের লালনপালনে পুরো বছর অনেক পরিশ্রম করেছি। দৈনিক ৪ থেকে ৫শ রুপি খরচ হয়েছে এদের পেছনে।
দুটি ছাগলই বিক্রি হয়ে যাওয়ায় খুশি শাহাব আলি। তবে বিক্রি হয়ে গেলেও এখনও হাটেই রয়েছে কাঞ্চা ও সরতাজ। তাদের দেখতে প্রতিদিনই ভিড় করছে উৎসুক মানুষ।
Leave a reply