১৯ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস দেয়ার আহবান শ্রম প্রতিমন্ত্রীর

|

শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। ছবি: সংগৃহীত

১৯ জুলাইয়ের মধ্যে গার্মেন্টস ও কারখানার শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে মালিকদের প্রতি আহবান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

বিকেলে শ্রম ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি সাংবাদিকদের একথা জানান। শ্রমিকদের কোভিড ভ্যাকসিন দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক বলে জানান প্রতিমন্ত্রী।

এসময় তিনি ঈদের ছুটির মধ্যেই শ্রমিকদের বাড়ি যেতে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দেন। মালিকরা চাইলে এর আগেও বেতন ও বোনাস পরিশোধের উদ্যোগ নিতে পারেন।

তিনি আরও বলেন, যারা সঠিক সময়ে বেতন বোনাস পরিশোধ করবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply