চট্টগ্রামে আবারও করোনা সংক্রমণের রেকর্ড

|

ছবি: প্রতীকী

চট্টগ্রামে আবারও রেকর্ড গড়েছে করোনা সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় এ ভাইরাসের সংক্রমণ মিলেছে রেকর্ড এক হাজার তিন জনের শরীরে।

এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। দু হাজার আটশ ঊনসত্তর জনের নমুনা পরীক্ষার বিপরীতে এ শনাক্তের সংখ্যা পাওয়া যায়। শনাক্তের হার ৩৪ দশমিক নয় পাঁচ শতাংশ। মৃতদের ৪ জন মহানগরীর ও বাকি ৬ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ৮০০ জনে।

এদিকে করোনা সংক্রমণ বাড়ায় চাপ বাড়ছে বন্দরনগরীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply