চট্টগ্রামে আবারও রেকর্ড গড়েছে করোনা সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় এ ভাইরাসের সংক্রমণ মিলেছে রেকর্ড এক হাজার তিন জনের শরীরে।
এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। দু হাজার আটশ ঊনসত্তর জনের নমুনা পরীক্ষার বিপরীতে এ শনাক্তের সংখ্যা পাওয়া যায়। শনাক্তের হার ৩৪ দশমিক নয় পাঁচ শতাংশ। মৃতদের ৪ জন মহানগরীর ও বাকি ৬ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ৮০০ জনে।
এদিকে করোনা সংক্রমণ বাড়ায় চাপ বাড়ছে বন্দরনগরীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Leave a reply