কান্দাহার শহর পুনর্দখলে লড়াই চালাচ্ছে তালেবান

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর কান্দাহার পুনর্দখলে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক লড়াই চালাচ্ছে তালেবান। এরইমাঝে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে সশস্ত্র সংগঠনটি।

এতে নিরাপত্তা হুমকিতে রয়েছে তুর্কিমিনিস্তান-তাজিকিস্তান এবং উজবেকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলো। এছাড়া, চীন এবং কাজাখিস্তান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোও দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

অস্থিতিশীল পরিস্থিতির মাঝেই গত ১৬ জুনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দৌলত আবাদ শহরে আফগান নিরাপত্তা কমান্ডোদের নৃশংসভাবে হত্যা করছে তালেবান সদস্যরা; এমন চিত্র ধরা পড়ে। আত্মসমর্পণ করতে যাওয়া সেনা সদস্যদের প্রতিরোধের কোন সুযোগই দেয়া হয়নি।

উল্লেখ্য, দেশটির এক-তৃতীয়াংশ বর্তমানে তালেবানের দখলে। এরমাঝেই শান্তি আলোচনায় বসার ঘোষণা দিলেন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply