টানা ১৪ দিনের কঠোর লকডাউনের বিধিনিষেধের শেষ দিন আজ।
বুধবার সকাল থেকে রাজধানীতে বেলা বাড়ার সাথে সাথে দেখা গেছে যানবাহন ও মানুষের চাপ। তবে এখনও চেকপোস্টগুলোতে চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদেরকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। যার কারণে তৈরি হয়েছে আরও বেশি যানজট।
এদিকে কাল থেকে বিধিনিষেধের শিথিলতা নিয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন ঈদ সামনে রেখে এই শিথিলতার দরকার ছিল আবার অনেকে দিয়েছেন ভিন্ন প্রতিক্রিয়া। বলেছেন, সংক্রমণ ও মৃত্যু যে হারে বাড়ছে তাতে লকডাউন শিথিল করা ঠিক হয়নি।
এনএনআর/
Leave a reply