বিশ্বকাপ দাবায় জয় পেলেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ

|

বিশ্বকাপ দাবায় নিয়াজ মোর্শেদ জয় পেলেও হেরে গেছেন জিয়াউর রহমান ও শারমীন সুলতানা।

বিশ্বকাপ দাবায় জয় পেয়েছেন বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় প্যারাগুয়ের গ্র্যান্ডমাস্টার দেলগাডো রামিরেজকে হারান তিনি।

সাদা ঘুঁটি নিয়ে ইংলিশ ওপেনিং স্ট্র্যাটেজিতে খেলা শুরু করার ৩৯ চালের মাথায় জিতে যান নিয়াজ মোর্শেদ। প্রথম রাউন্ডের দুই গেমের ফল সমান হওয়ায় আজ সন্ধ্যায় টাইব্রেকিং গেম অনুষ্ঠিত হবে।

অন্যদিকে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায়ও হেরে বিশ্বকাপ দাবা থেকে বিদায় নিয়েছেন আরেক বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। আর প্রথম রাউন্ডের দুই ম্যাচেই হেরে নারী বিশ্বকাপ দাবা থেকে বাদ পড়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply