টাইব্রেকারে হেরে দাবা বিশ্বকাপ থেকে নিয়াজের বিদায়

|

ফিদে দাবা বিশ্বকাপ। ছবি: সংগৃহীত

রাশিয়ায় ফিদে বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। প্রথম দুই লেগের খেলা সমতায় শেষ হলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে বিদায় নেন নিয়াজ।

দুই লেগের খেলায় প্যারাগুয়ের গ্র্যান্ডমাস্টার দেলগাদোর সাথে প্রথম লেগে হেরে বসেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার। তবে পরের লেগে জিতে পরের রাউন্ডের সম্ভাবনা ধরে রাখেন দেশের প্রথম এই গ্র্যান্ডমাস্টার।

টাইব্রেকিং রাউন্ডে র‍্যাপিড দাবার চার গেমের পরও সমতায় ছিলো এই দুই গ্র্যান্ডমাস্টারের লড়াই। এরপর ৫ সেকেন্ড করে প্রতি চালের সাথে ৩ সেকেন্ড যোগ হওয়া দুটি ব্লিটজ গেমে লড়েন তারা। যেখানে দুটিতেই হেরে বিদায় নেন নিয়াজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply