কিউবায় বিক্ষোভের মুখে খাবার এবং ওষুধের ওপর থেকে শুল্ক প্রত্যাহার

|

ছবি: সংগৃহীত

কিউবায় চলমান বিক্ষোভের মুখে খাবার এবং ওষুধের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে দেশটির সরকার। অর্থাৎ বিদেশ থেকে আমদানি করা খাদ্য এবং ওষুধের ওপর কোন শুল্ক দিতে হবে না।

তবে স্থায়ী নয়, সাময়িক ভাবে প্রত্যাহার করা হয়েছে এটি। আগামী রোববার থেকে চলতি বছরের শেষ দিন পর্যন্ত কার্যকর থাকবে এই সিদ্ধান্ত।

মূলত করোনা মহামারির মধ্যে নিত্যপণ্যের সংকট এবং অর্থনৈতিক দুরবস্থার কারণেই বিক্ষোভ করে আসছে দ্বীপ দেশটির নাগরিকরা। পরবর্তীতে সেই বিক্ষোভ রূপ নেয় সরকার পতন আন্দোলনে। কয়েক দিনের আন্দোলনে বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিক্ষোভে প্রাণ গেছে অন্তত এক জনের।

কিউবাতে সরকার বিরোধী আন্দোলন অনেকটা নজিরবিহীন। বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটিতে সীমিত রয়েছে মোবাইলের 3G ও 4G নেটওয়ার্ক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply