উত্তাল দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ হাজারের বেশি সেনা মোতায়েন

|

উত্তাল দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ হাজারের বেশি সেনা মোতায়েন

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় চলমান লুটপাট-সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যুতে ২৫ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করলো দেশটির সরকার।

বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে ১১৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে প্রশাসন। আইনশৃঙ্খলা ভঙ্গ করায় ধরপাকড়ের শিকার হয়েছে দু’হাজারের বেশি মানুষ। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হলেও থামছে না লুটপাট। এ কারণে অনেকেই নিজ দোকানপাট, ব্যবসাক্ষেত্র আর সম্পদ রক্ষায় অস্ত্র নিয়ে পাহাড়া দিচ্ছেন।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, লুটতরাজ বন্ধের পাশাপাশি খাদ্য সংকট মোকাবেলায় কাজ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোয়াজুলু-নাটাল এবং গৌতেং প্রদেশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা।

মূলতঃ সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুক্তির দাবিতে গেলো সপ্তাহ থেকেই চলছিলো আন্দোলন; যা পরে সহিংসতায় গড়ায়।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply