৭ হাজার বন্দিমুক্তির বিনিময়ে ৩ মাসের অস্ত্রবিরতি প্রস্তাব দিলো তালেবান

|

৭ হাজার বন্দিমুক্তির বিনিময়ে ৩ মাসের অস্ত্রবিরতি প্রস্তাব দিলো তালেবান

ছবি: সংগৃহীত

৭ হাজার বন্দিমুক্তির বিনিময়ে তিন মাসের অস্ত্রবিরতির প্রস্তাব দিলো তালেবান। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন আফগান সরকারের মধ্যস্থতাকারী নাদের নাদরি।

এখনো সরকারের তরফ থেকে এ বিষয়ে কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে নাদিরের ভাষ্যমতে- এটি তালেবানের অনেক বড় চাহিদা। যা বিবেচনার মাধ্যমে কোন সিদ্ধান্তে আসতে পারে আফগান কর্তৃপক্ষ।

এদিকে বুধবারও পাকিস্তান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ক্রসিং দখলে নেয় তালেবান। সেনারা নতি স্বীকারের পর সরকারি দফতর থেকে নামানো হয় জাতীয় পতাকা। গুরুত্বপূর্ণ শহর কান্দাহারের নিয়ন্ত্রণ ঘিরে চলছে সশস্ত্র সংগঠনটির সাথে আফগান নিরাপত্তা বাহিনীর লড়াই।

তালেবানের দাবি, বর্তমানে আফগানিস্তানের এক-তৃতীয়াংশ তাদের নিয়ন্ত্রণাধীন। অর্থাৎ ৮৫ শতাংশের বেশি। মে মাসে দেশটি থেকে মার্কিন ও ন্যাটোবহর প্রত্যাহার শুরু হলে সক্রিয় হয় তালেবান।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply