সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তে করোনার সামগ্রিক অবস্থা এখন লেজে গোবরে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা পরিস্থিতি এখন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেও জানান তিনি।
রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এসময় তিনি টিকা সংগ্রহ ও বিতরণের সুনির্দিষ্ট রোড ম্যাপ জনগণের সামনে প্রকাশের দাবি করেন তিনি।
সরকারের লকডাউন নিয়ে একেক সময় একেক ধরণের সিদ্ধান্তের সমালোচলা করে বিএনপি মহাসচিব বলেন, লকডাউন কার্যকরে নিম্নশ্রেণীর মানুষকে অর্থ সহায়তা দিতে হবে। এই অর্থ সরাসরি এসব দারিদ্র শ্রেণীর মানুষের হাতে পৌঁছে দিলেই লকডাউন কার্যকর সম্ভব হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এনএনআর/
Leave a reply