আফগানিস্তানে সংঘর্ষের মধ্যে পড়ে পুলিৎজারজয়ী ভারতীয় সাংবাদিকের মৃত্যু

|

বৃহস্পতিবার তালেবানদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন দানিশ। শুক্রবার আবার হামলার মধ্যে পড়লে মারা যান তিনি। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কান্দাহারে চলমান অশান্ত পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংঘর্ষের মধ্যে পড়ে মারা গেছেন পুলিৎজারজয়ী ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকি। আফগান সেনাবাহিনীর সাথে থেকে কাজ করছিলেন রয়টার্সের এই ফটো সাংবাদিক। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী কান্দাহারের স্পিন বোলডাক জেলায় এক সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন তিনি।

টুইটারে এক সাংবাদিকের দেওয়া তথ্য মোতাবেক বৃহস্পতিবার‌ রাতে তালেবানদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন দানিশ। আহত অবস্থায় তিনি আফগান সেনা শিবিরেই ছিলেন। শুক্রবার সকালে আবার তালেবানি হামলার মুখে পড়ে আফগান সেনারা। তখন ঘটনাস্থলেই মৃত্যু হয় দানিশের।

দানিশ সিদ্দিকির বাড়ি ভারতের মুম্বাইয়ে। চল্লিশ বছর বয়সী এই সাংবাদিক টেলিভিশন সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে ফটো সাংবাদিক হিসেবে পেশা শুরু করেন। পেশাগত জীবনে তিনি ইরাকের মসুলের যুদ্ধের ছবি তুলতে যান। এছাড়া ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ছবি, হংকং প্রোটেস্ট, দিল্লির দাঙ্গার ছবিও তোলেন এই ফটো সাংবাদিক।

ভারতের প্রথম পুলিৎজার জয়ী ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকি। ২০১৮ সালে আদনান আবিদির সঙ্গে ফিচার ফেটোগ্রাফিতে পুলিৎজার পেয়েছিলেন দানিশ।

উল্লেখ্য, কান্দাহারে তালেবানদের সাথে প্রতিদিনই অভিযান চালাচ্ছে আফগান সেনারা। দানিশ সেনাবাহিনীর সাথে থেকে পরিস্থিতির ছবি তুলছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply