‘বাধাই হো’ ছবির অভিনেত্রী সুরেখা সিকরি মারা গেছেন

|

ছবি: সুরেখা সিকরি

ভারতের জাতীয় পুরস্কারজয়ী বলিউড অভিনেত্রী সুরেখা সিকরি মারা গেছেন। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৫ বছর। খবর আনন্দবাজার পত্রিকার।

গেলো বছর ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন সুরেখা সিকরি। সেসময় বেশ কিছুদিন তিনি হাসপাতালে অবস্থান করেন। বাড়ি ফিরলেও তিনি আর তেমন সুস্থ হননি।

১৯৭৮ সালে ‘কিসসা কুর্সি কা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন সুরেখা। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও সমান দক্ষতায় কাজ করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। সেই সঙ্গে ছিল তার থিয়েটার করার অভিজ্ঞতাও। তবে কখনো সিনেমার নায়িকা হতে চাননি তিনি। চেয়েছিলেন শুধু অভিনেত্রী হয়ে চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে। যার ছাপ রেখে গেছেন ‘কিসসা কুর্সি কা’, ‘তামস’, ‘সমীর ল্যাংড়ে পে মত রো’, ‘সর্দারি বেগম’, ‘মাম্মো’, ‘জুবেইদা’ থেকে ‘বাধাই হো’র মতো সিনেমাতে।

টেলিভিশনেও তিনি অভিনয় করেছেন ‘সিআইডি’, ‘বালিকা বধূ’, ‘সাত ফেরে’র মতো একাধিক ধারাবাহিকে। তিনবার সেরা-সহ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ‘মাম্মো’, ‘তামস’ ও ‘বাধাই হো’-র জন্য।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply