টি-২০ বিশ্বকাপের ভেতর মিনি এশিয়া কাপ

|

টি-২০ বিশ্বকাপের হিসাব নিকাশ। ছবি: সংগৃহীত

আগামী টি-২০ বিশ্বকাপে দেখা মিলতে পারে মিনি এশিয়া কাপের। স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি আর ওমানকে নিয়ে গ্রুপ বি অর্থাৎ, বাছাইপর্বে খেলবে বাংলাদেশ। আর এই গ্রুপের চ্যাম্পিয়নরা যুক্ত হবে ভারত, পাকিস্তান, আফগানিস্তানের সাথে মূল পর্বের গ্রুপ টু তে। তার মানে, দক্ষিণ এশিয়ার চার ক্রিকেট শক্তি থাকছে এক গ্রুপে। অন্যদিকে গ্রুপ ওয়ানে আছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

করোনার কারণে পিছিয়ে যায় গেল বছরের অস্ট্রেলিয়ার বিশ্বকাপ। অনিশ্চয়তার পড়ে এ বছরের ভারতের বিশ্বকাপ। অবশেষে সেই বিশ্বকাপ হচ্ছে ওমান এবং আরব আমিরাতে। আয়োজক থাকছে সেই ভারতই।

বরাবরের মতোই এবারও থাকবে দুই পর্ব। র‍্যাঙ্কিং এর সেরা ৮ দল সরাসরি খেলবে সুপার টুয়েলভে। রাউন্ড ওয়ান মানে বাছাই পর্ব থেকে সেরা চার দল নিয়ে পূর্ণ হবে সুপার টুয়েলভ। রাউন্ড ওয়ান মানে বাছাই পর্বের গ্রুপ এ’তে শ্রীলঙ্কা,আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া। অপেক্ষাকৃত সহজ গ্রুপ বি’তে স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি, ওমান আর বাংলাদেশ।

এই গ্রুপের সেরা দল যুক্ত হবে মূল পর্ব মানে সুপার টুয়েলভের গ্রুপ টু’তে। যেখানে আগে থেকেই অপেক্ষায় থাকবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান আর নিউজিল্যান্ড। যুক্ত হবে গ্রুপ এ রানার্সআপও। কোন দুর্ঘটনা না ঘটলে গ্রুপ বি’র চ্যাম্পিয়ন হয়েই আসার কথা বাংলাদেশের। তাই তো এশিয়ার চার শক্তির লড়াই হবে এই পর্বে।

অন্যদিকে সুপার লিগে গ্রুপ ওয়ানে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তাদের সাথে যুক্ত হবে গ্রুপ এ’র চ্যাম্পিয়ন আর বি’র রানার্সআপ।

উল্লেখ্য, ১৭ অক্টোবর শুরু হয়ে এবারের টি-২০ বিশ্বকাপের পর্দা নামবে ১৪ নভেম্বর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply