অস্থিরতার মধ্যেই কাতারের দোহায় শান্তি আলোচনায় বসলো আফগান সরকার ও তালেবান প্রতিনিধিরা। শনিবার শুরু হওয়া বৈঠক চলবে দু’দিন ধরে।
গত সেপ্টেম্বের থেকেই দু’পক্ষের মধ্যে শান্তি আলোচনা চললেও এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বরং মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকে ক্রমেই খারাপ হচ্ছে পরিস্থিতি।
দেশজুড়েই বাড়ছে তালেবানদের দৌরাত্ম্য। এরই মধ্যে গুরুত্বপূর্ণ অনেক জেলা ও সীমান্ত ক্রসিং দখলে নিয়েছে গোষ্ঠীটি। এ পরিস্থিতিতেই তালেবান নেতাদের সাথে বৈঠকে অংশ নিচ্ছেন আফগান সরকারের উচ্চ পর্যায়ের সাত সদস্যবিশিষ্ট কমিটি। প্রথম দিনের আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন প্রতিনিধি।
এনএনআর/
Leave a reply