Site icon Jamuna Television

১৭ বছরের তরুণের মুখে ১১৪টি দাঁত

নীতীশ কুমার। ছবি: সংগৃহীত

সাধারণত একজন পূর্ণবয়স্ক মানুষের ৩২টি দাঁত থাকে। অবিশ্বাস্য মনে হলেও সত্য, বিহারের নীতীশ কুমারের ছিলো ১১৪টি দাঁত। অস্ত্রোপচারের মাধ্যমে চোয়ালের নীচের অংশ থেকে অতিরিক্ত ৮২টি দাঁত তুলে ফেলা হয়েছে।

ভারতের বিহারের সতেরো বছরের কিশোর নীতীশ কুমার। চিকিৎসকরা জানিয়েছেন, নীতীশের চোয়ালে টিউমার হয়েছিল। তিনি গত পাঁচ বছর ধরে সেই টিউমারের কারণে এই সমস্যায় ভুগছেন। লাখে এক জনের এ রকম সমস্যা হয় বলেও জানান চিকিৎসকরা। এ ধরণের টিউমারকে ‘অডোনটোম’ বলা হয়, যা খুবই বিরল।

পাটনার গান্ধী ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেস (আইজিআইএমএস) এ ভর্তি করানো হয় নীতীশকে। চিকিৎসকরা স্ক্যান করার পর দেখেন, চোয়ালে অতিরিক্ত দাঁতের কারণে নীতীশের মুখ বিকৃত হয়ে যাচ্ছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, দাঁতের বিকাশে সমস্যা থাকায় এই টিউমার সৃষ্টি হয়েছে। তাই চোয়ালের নীচের অংশে আরও অতিরিক্ত দাঁত গজিয়েছে নীতীশের। অস্ত্রোপচারের মাধ্যমে চোয়ালের নীচের অংশ থেকে অতিরিক্ত ৮২টি দাঁত তুলে ফেলা হয়েছে। নীতীশ আপাতত সুস্থ
আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

Exit mobile version