Site icon Jamuna Television

হিমায়িত খাবার থেকে করোনা ছড়িয়েছে কিনা খতিয়ে দেখবে চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। ছবি: সংগৃহীত

গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার তত্ত্ব আবারও প্রত্যাখ্যান করলো চীন। এখন দেশটি বলছে, হিমায়িত খাবার থেকে ছড়িয়ে থাকতে পারে ভাইরাস। সম্প্রতি কোভিডের উৎস অনুসন্ধানে দ্বিতীয় দফা গবেষণা চালানোর আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার এর এমন প্রতিক্রিয়া জানায় বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, চীনের ল্যাব থেকে ভাইরাস ছড়ানো একেবারেই অসম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় এর সত্যতাও মিলেছে। করোনা সংক্রমণের ক্ষেত্রে হিমায়িত খাবার প্যাকেজিং প্রক্রিয়ার কোনো প্রভাব আছে কিনা তা আমরা খতিয়ে দেখবো। আশা করছি, করোনার উৎস অনুসন্ধানে নতুন এই গবেষণাটি কার্যকর হবে।

Exit mobile version