স্টাফ রিপোর্টার, নাটোর:
নাটোর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রচারের পর দ্রুত ব্যবস্থা নিয়েছেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা প্রশাসন।
শনিবার (১৭ জুলাই) সকাল থেকে যমুনা টেলিভিশনে করোনা ওয়ার্ডে রোগীর স্বজনদের অবাধ যাতায়াতসহ নানা অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রচার হয়। করোনা প্রতিরোধ কমিটির জরুরী ভার্চুয়াল সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিষয়টি তুলে ধরেন।
এরপর দুপুরে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক শামীম আহমেদ সদর হাসপাতালে গিয়ে করোনা ওয়ার্ডে রোগীর স্বজনদের অবাধ যাতায়াতের চিত্র দেখতে পান।
এসময় তারা হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার রায়কে তাৎক্ষণিক ব্যবস্থা নেবার নির্দেশ দেন। সেই মোতাবেক তাৎক্ষণিক করোনা ওয়ার্ডে সবার প্রবেশ বন্ধ করে দেয়া হয়। জনস্বার্থে এমন সংবাদ প্রচার করার জন্য যমুনা টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিরা।
উল্লেখ্য, রোগীর স্বজনদের অবাধ যাতায়াতের ফলে সদর হাসপাতালে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছিল। ইতোমধ্যে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, চিকিৎসক, নার্সসহ মোট ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
Leave a reply