Site icon Jamuna Television

ভারতে বিষাক্ত মদপানে ১৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের বিহারে বিষাক্ত মদপান করে গত কয়েকদিনে কমপক্ষে ১৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ্যটির পশ্চিম চম্পারণ জেলায় এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

গত বৃহস্পতিবার (১৫ জুলাই) আটজন মারা যায় এবং পরের দিন শুক্রবার আরও আটজন মারা গেছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।

চম্পারণের জেলা প্রশাসক কুন্দন কুমার জানিয়েছেন, মৃতরা মূলত দেউরাওয়া, জোগিয়া ও বাগাহি নামের তিনটি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

গত মার্চ মাসেও বিহারে বিষাক্ত খেয়ে আটজনের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, ২০১৬ সালে নীতীশ কুমার সরকার বিহার রাজ্যে মদ ক্রয় ও বিক্রয় নিষিদ্ধ করেছিলেন।

Exit mobile version