কান উৎসবে স্বর্ণপাম জিতলো ফ্রান্সের ছবি ‘তিতান’

|

কান উৎসবে স্বর্ণপাম জিতলো ফ্রান্সের ছবি 'তিতান'

ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদার পুরস্কার পাম ডি’অর জিতে নিলো ফরাসি ছবি ‘তিতান’। বিভিন্ন দেশের ২৪টি চলচ্চিত্রের মধ্য থেকে এ সিনেমাটিকে বেছে নেন বিচারকরা।

২৮ বছর পর কোনো নারী নির্মাতার ছবি পেলো স্বর্ণ পাম। শনিবার রাতে এ পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামে কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের। এবারের উৎসবে যৌথভাবে রানারআপ হয়েছে ফিনল্যান্ডের ‘কম্পার্টমেন্ট নম্বর সিক্স’ ও ইরানি পরিচালক আসগর ফরহাদির ছবি ‘আ হিরো’।

১২ দিনের এ আয়োজন শেষে সেরা অভিনেতার মুকুট উঠেছে লেন্ড্রি জোন্সের মাথায়। ‘নিট্রাম’ ছবির জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। সেরা অভিনেত্রী হয়েছেন নরওয়ের রিনতে রেইনসভি। ‘অ্যানেত্তে’ ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন ফ্রান্সের লিও ক্যারাক্স।

১৯৪৬ সাল থেকে প্রতিবছর ফ্রান্সে আয়োজিত হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। করোনার কারণে গত বছর বন্ধ ছিল এ আয়োজন। তবে মহামারি শুরুর পর পূর্ণাঙ্গ পরিসরে চলচ্চিত্র উৎসব ফিরলো কানের মাধ্যমেই।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply