যান চলাচল স্বাভাবিক হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

|

আজ ভোর থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।

টাঙ্গাইল প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রবিবার (১৮ জুলাই) ভোর থেকে এ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় পর দুপুর থেকে এ সড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

জানা যায়, ঈদুল আজহাকে সামনে রেখে লকডাউন শিথিল করায় বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। এ অবস্থায় সড়কে গণপরিবহনের চাপ বাড়ায় গত কয়েকদিন ধরে ভোররাত থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টি হচ্ছে।

তারই ধারাবাহিকতায় অতিরিক্ত যানবাহনের চাপে আজও ভোর থেকেই মহাসড়কের ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষ। এছাড়াও উত্তরবঙ্গ থেকে কোরবানির পশু ঢাকায় নিতেও ভোগান্তিতে পড়ছেন খামারি ও ব্যবসায়ীরা। দীর্ঘ সময় পর দুপুর থেকে এ সড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ভোর থেকে মহাসড়কের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতূপূর্ব পর্যন্ত যানবাহনের ধীরগতি ছিল। তবে এখন স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। কোথাও কোন যানজট নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply