শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী হাসপাতালে

|

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক জুনায়েদ আহম্মদ বেধড়ক পিটিয়েছে আলী আহম্মদ কাওসার (১২) নামের এক ছাত্রকে। মঙ্গলবার গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জাওলা বাইতুল কোরআন হাফিজিয়ার মাদ্রাসার শিক্ষার্থী আলী আহম্মদ কাওসার ও শামছুল হুদা রোববার রাতে হুজুর কে না বলে জয়পাশা হাজরাগাতী নূরিয়া হালিমিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ওয়াজ মাহফিলে যায়। সোমবার দুই ছাত্র মাদ্রাসায় গেলে সহকারী শিক্ষক জুনায়েদ বেধড়ক বেত্রাঘাত করে। এতে দুই ছাত্র গুরুতর আহত হয়। এদের মধ্যে জয়পাশা গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আলী আহম্মদ কাওসারের অবস্থা আশঙ্কজনক থাকায় পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে তাকে মদন হাসপাতালে ভর্তি করে।

জাওলা বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ইয়াকুব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় আহত ছাত্রের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ওসি মো. শওখত আলী জানান, শিক্ষক কর্তৃক দুই ছাত্র আহত হওয়ার খবর পেয়েছি। এলাকায় এস.আই মমতাজ উদ্দিন কে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply