নির্দেশনা লঙ্ঘন করলে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা

|

সংগৃহীত ছবি।

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে দেয়া ৪ জুলাইয়ের নির্দেশনা কোন কোন কোম্পানি মেনে চলছে তা দেখা হবে। নির্দেশনা লঙ্ঘন করলে প্রতিষ্ঠানগুলোকে প্রথমে শোকজ দেয়া হবে এরপর নেয়া হবে আইনি ব্যবস্থা। সচিবালয়ে ই-কমার্স নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইক্যাবের প্রতিনিধিরা।

এ বিষয়ে অভিযোগ বিষয়ে সেন্ট্রাল অভিযোগ কেন্দ্র করার কথাও জানান তারা। বলেন, প্রতিষ্ঠানগুলো যেন গ্রাহকের টাকায় ব্যবসা করতে না পারে সেজন্যই এই আইন করার প্রস্তাব করা হয়েছে।

ইক্যাব প্রতিনিধিরা জানান, ই-কর্মাসে ব্যবসা করতে হলে বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন নিতে হবে। তবে এর প্রক্রিয়া সরলীকরণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তারা। জানান, নিবন্ধন বহির্ভূতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, যে কোনো কোম্পানির বিরুদ্ধেই আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেয়া হবে, কেউ প্রতারিত হলে আদালতের মাধ্যমে তার অর্থ পরিশোধ করা হবে।

ইভ্যালির ৬৪ কোটি টাকার সম্পদ আছে। ভোক্তারা চাইলে আইনি ব্যবস্থা নিতে পারে। ইতোমধ্যে দুদক ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তারা।

বৈঠকে বাংলাদেশ ব্যাংক, ভোক্তা অধিকার সহ ইক্যাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply