৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ২৪১ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরলেন দুই ওপেনার তামিম ইকবালের ও লিটন দাস। তৃতীয় উইকেটে নেমে মোহাম্মদ মিথুনও ফিরে গেছেন প্যাভিলিয়নে।

প্রথম পাওয়ার প্লে শেষ হবার ৩ বল বাকি থাকতেই দলীয় ৩৯ রানের মাথায় আউট হয়ে যান দেশ সেরা ওপেনার তামিম। এরপর মাত্র দলীয় সংগ্রহে মাত্র ৭ রান যোগ করেই বিদায় নেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন। বাঁহাতি পেসার রিচার্ড নাগারাবার শর্ট বল পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে মিড অনে ক্যাচ দেন তিনি। প্রথম ওয়ানডেতে ১০২ রান করা লিটন এবার ৩৩ বল খেলে করলেন ২১ রান। এজন্য ৩৩ বল খেলেছেন। বাউন্ডারি হাঁকিয়েছেন ৪টি। অন্যদিকে, তামিম করেন ৩৪ বলে ২০ রান।

এরপর তিন নম্বরে নামা সাকিব আল হাসানকে সঙ্গ দিতে মাঠে নামে মোহাম্মদ মিথুন। কিন্তু ২ রান করেই লুক জংওয়ের অফস্টাম্পের বাইরের বল চালাতে গিয়ে পয়েন্টে মাধবেরের দারুণ ক্যাচে পরিণত হন মিঠুন। প্রথম ম্যাচে ১৯ রান করা মিঠুন দ্বিতীয় ম্যাচেও হতাশ করলেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মাঠে আছেন সাকিব ও মাহমুদুল্লাহ। বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৭৬ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply