‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। হে পরম করুণাময়, তোমার দরবারে বান্দা হাজির’….। এ ধ্বনিতে মুখর পবিত্র আরাফাত ময়দান। হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে চলছে আত্মশুদ্ধি এবং পাপমুক্তির প্রার্থনা।
সেখানেই জোহর ও আসরের নামাজ একযোগে আদায় করবেন মুসল্লিরা। তার আগে মসজিদে নামিরাহ থেকে হজের খুৎবা দিবেন শায়েখ ডক্টর বান্দার বালিলাহ্। বাংলা’সহ ১০টি ভাষায় সম্প্রচারিত হবে সেই খুৎবা। বাংলায় এবারও হজের খুৎবা শোনাবেন কক্সবাজারের মাওলানা আ ফ ম ওয়াহিদুর রহমান। সূর্যাস্ত পর্যন্ত ময়দানে থেকে পাপমুক্তির আশায় আল্লাহর দরবারে কান্নাকাটি করে সময় কাটাবেন হজযাত্রীরা।
এরপরই ৮ কিলোমিটার দূরের মুজদালিফার উদ্দেশে তারা যাত্রা শুরু করবেন। সেখানে রাত্রিযাপন এবং পাথর সংগ্রহ করবেন তারা। পরদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসল্লিরা পশু কোরবানি করবেন। ১১ ও ১২ জিলহজ শেষ করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা।
করোনা মহামারিতে এবছর শুধু সৌদিতে বসবাসকারী মাত্র ৬০ হাজার মানুষকে দেয়া হয়েছে হজ পালনের অনুমতি।
এনএনআর/
Leave a reply