মুম্বাইয়ে ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে

|

মুম্বাইয়ে ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে

ছবি: সংগৃহীত

ভারি বৃষ্টিপাত এবং ভূমিধসে মুম্বাইয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে। এখনো অনেকে নিখোঁজ।

শনিবার চিম্বুর ও বিক্রোলি এলাকার কয়েকটি বাড়ি ধসে হয় এ হতাহতের ঘটনা।

স্থানীয়রা বলছেন, টানা বৃষ্টিপাতের কারণেই এ ভূমিধস। ধসে পড়ে অন্তত ছয়টি বাড়ি; ঝুঁকিতে রয়েছে আরও স্থাপনা। ধ্বংসস্তূপ এবং কাঁদামাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী।

তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছেন উদ্ধারকর্মীরা। দুর্গত এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিদ্যুৎ সংযোগ। গেলো ক’দিনের বৃষ্টিতে মুম্বাইয়ের বেশ কিছু এলাকা জলাবদ্ধ; বন্ধ রেল চলাচল।

এরইমাঝে গভীর দুঃপ্রকাশ করে হতাহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply