লঞ্চ ও ট্রেনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

|

গাদাগাদি করেই বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ।

লঞ্চে গাদাগাদি করেই বাড়ি ফিরছেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষ। ৬০ ভাগ বেশি ভাড়া আদায় করা হলেও লঞ্চের ডেকে দূরত্ব বজায় রেখে যাত্রী বসানোর ব্যাপারে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি।

এছাড়াও সকালে কমলাপুর রেলস্টেশনে ছিলো ঘরমুখো মানুষের ভিড়। নিয়ম মেনে যথাসময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। তবে আজ নিয়ম না মেনে টিকিট ছাড়া অতিরিক্ত যাত্রী ওঠানোর অভিযোগ রয়েছে ট্রেনগুলোর বিরুদ্ধে। তবে নিয়ম মেনে যথাসময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো

সকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে লঞ্চ। মানুষের উপচে পড়া ভিড়ে সুরক্ষা বিধি পুরোপুরি উপেক্ষিত। সরকারি নির্দেশনা মানছে না কোনো লঞ্চ। অর্ধেক যাত্রী নিয়ে চলার কথা থাকলেও ভেতরে লোকজন বসছে গাদাগাদি করে। ৬০ শতাংশেরও বেশি ভাড়া আদায়ের অভিযোগও করেছেন কেউ কেউ।

এছাড়াও যানবাহনের বাড়তি চাপে ঢাকার বাইরের মহাসড়কগুলোয় দীর্ঘ যানজট। সড়কে ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখো মানুষের। সবচেয়ে বেশি জট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। বরাবরের মতোই লঞ্চ ও ফেরিঘাটগুলোতেও যাত্রীদের উপচে পড়া ভিড়। লঞ্চ-ফেরি-স্পিডবোটে গাদাগাদি করেই নদী পাড়ি দিচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply