বনানীতে ভেজাল মদ ও মদ তৈরির সরঞ্জামসহ ২ জন গ্রেফতার

|

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। ছবি: সংগৃহীত

বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে ভেজাল মদ ও মদ তৈরির সরঞ্জামসহ ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

সোমবার (১৯ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রোববার বনানীর একটি বাসা থেকে ১৩৬ বোতল ভেজাল মদ ও ভেজাল মদ বানানোর সরঞ্জামসহ আলমগীর হোসেন ও শফিকুল ইসলামকে আটক করা হয়। তিনি বলেন, ক্রেতারা অর্ডার করলে পার্সেলের মাধ্যমে সেসব মদ সরবরাহ করা হতো। চক্রটি বিভিন্ন বার থেকে মদের বোতল ও কাঁচামাল কিনে সেসব প্রক্রিয়াজাত করে মদ তৈরি করতো। সেসব মদ পরিচিত ক্রেতাদের কাছে বিক্রি করতো বলেও জানায় পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এসব ভেজাল মদ পানে মৃত্যুঝুঁকি রয়েছে বলে সবাইকে সচেতন থাকার পরামর্শ পুলিশের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply