চোরাই কাভার্ড ভ্যান ও প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামালসহ চোরাই চক্রের দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর সাইবার অ্যান্ড স্পেশাল টিম।
দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির স্পেশাল সাইবার টিমের উপ-কমিশনার সাইফুল ইসলাম। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী, নোয়াখালীর সেনবাগ ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে লিটন ও বেলাল নামে দুইজনকে গ্রেফতার করা হয়। আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কারখানায় ব্যবহৃত কাঁচামাল পরিবহনের নামে চুরির সাথে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে তাদের কাছ থেকে একটি কাভার্ড ভ্যান ও সৌদি আরব থেকে আমদানি করা ৩৩৪ বস্তা প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামাল জব্দ করা হয়।
এ ঘটনার পরে পরিবহন কাজে জড়িতদের নিয়োগ দেয়ার আগে যাচাই বাছাই করে নেয়ার আহ্বান জানিয়েছে ডিএমপির সাইবার ইউনিট।
Leave a reply