চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১

|

প্রতীকী ছবি।

চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব।

দুপুরে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক। তিনি জানান, গতরাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয় মালেককে। চাকরি দেয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যারা কম শিক্ষিত তাদের প্রয়োজনীয় কাগজ, জাল সনদ, সিলসহ বিভিন্ন জিনিস সরবরাহ করে চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখাতো মালেক।

র‍্যাব জানায়, এভাবে জালিয়াতি করে অন্তত ৫০ কোটি টাকার সম্পদ গড়েছে মালেক। ২০০৪ সালে কৃষি সম্প্রসারণ অধিদফতরে চাকরি শুরু করে সে। পরে অনিয়মের অভিযোগে ২০১৫ সালে তাকে বহিষ্কার করা হয় তাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply