ব্রিটেনে আজ থেকে থাকছে না কোনো বিধিনিষেধ

|

ব্রিটেনে এরই মধ্যে খুলে দেয়া হয়েছে রেস্টুরেন্ট এবং নাইট ক্লাবগুলো। রয়টার্সের ছবি।

আজ থেকে বিধিনিষেধ-কড়াকড়ি সব প্রত্যাহার করে নিয়েছে ব্রিটেনের। এরই মধ্যে খুলে দেয়া হয়েছে রেস্টুরেন্ট এবং নাইট ক্লাবগুলো। এমনকি চালু করা হয়েছে মেট্রোরেলের মতো গণপরিবহনও।

গেলো মাসেই স্বাভাবিক অবস্থায় ফেরার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্প্রতি দেশটিতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সমালোচনা করছেন চিকিৎসা বিজ্ঞানীরা। তথ্য বলছে, যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণ শনাক্ত হচ্ছে ৫০ হাজারের আশেপাশে।

এমন পরিস্থিতিতে স্বাভাবিক অবস্থায় ফিরলে সংক্রমণ আবারও ভয়াবহ আকারে বাড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। দেশটিতে এখন পর্যন্ত ৫৩ দশমিক ৫ শতাংশ মানুষকে ভ্যাকসিনের পুর্নাঙ্গ ডোজ দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply