করোনাভাইরাসে বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় আরও সাড়ে ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে চার লাখের বেশি মানুষের শরীরে।
দিনে সর্বোচ্চ ১ হাজার ৩শ’র বেশি প্রাণহানি হয়েছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪ হাজারের বেশি। এছাড়া ভাইরাসে আক্রান্ত হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৭ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে রাশিয়ায়।
এদিন, ব্রাজিলেও মারা গেছেন ৬শ’র বেশি মানুষ। সোমবার বিশ্বে একক দেশ হিসেবে সর্বোচ্চ ৪০ হাজার রোগী শনাক্ত হয়েছে ব্রিটেনে। যদিও দেশটিতে প্রাণহানির সংখ্যা কম।
এছাড়া ভারত, আর্জেন্টিনা, কলম্বিয়ায় ২৪ ঘণ্টার ব্যাবধানে প্রাণ হারিয়েছে চার শতাধিক করে মানুষ। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪১ লাখ ১২ হাজার। মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটা ১৬ লাখ ৭৫ হাজার।
এনএনআর/
Leave a reply